বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ
গাজীপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন মাতব্বর গণধর্ষণের ঘটনাটি ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছে৷ এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷
এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গত রবিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে স্বামী ও স্ত্রী কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্মীয় বাড়িতে অটোরিকশায় করে বেড়াতে যাচ্ছিলেন৷ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের বান্দর মার্কেট এলাকায় পৌছলে একটি পিকআপ ভ্যান নিয়ে স্থানীয় শহিদুল ইসলাম, রশিদ মিয়া, আমিনুর ইসলাম, মেহেদী নামে চার বখাটে তাদের পিছু নেয়৷ পরে উপজেলার কড়ইতলা এলাকায় পৌঁছলে অটোরিকশাটির গতিরোধ করে তারা৷ এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে প্রথমে টাকা-পয়সা, মোবাইল সেট লুট করে৷ পরে অটোরিকশা চালক ও স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে উপর্যুপরি ধর্ষণ করে৷ পরে স্বামীর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়৷ পরে স্বামী-স্ত্রী ও অটোরিকশা চালককে উদ্ধার করে আত্মীয় বাড়িতে তাদের পৌঁছে দেয় এলাকাবাসী৷
বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ মাতব্বরদের জানালে তারা ওই চার বখাটেকে খুঁজে বের করে৷ ঘটনাটি মীমাংসা করার জন্য সোমবার রাত ৭টার দিকে বোয়ালি ইউনিয়ন পরিষদের সদস্য আলাল উদ্দিন, গ্রাম্য মাতব্বর বাহার উদ্দিন, আকবর আলী, মোহাম্মদ আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী চার বখাটের হাজির করে স্থানীয় ফজল উদ্দিনের বাড়িতে সালিশে বসেন৷ পরে ওই বৈঠকে চার বখাটেকে ৬ হাজার টাকা জরিমানা ও ৫টি করে বেতাঘাতের শাস্তি ঘোষণা করেন৷ রায় শুনে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪