সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালিত
রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালিত

ষ্টাফ রিপোর্টার :: “তিন পেরিয়ে চারে পা বর্ষপূর্তির শুভেচ্ছা” এমন শ্লোগান নিয়ে এশিয়ান টিভি চার বছরে পদার্পণ উপলক্ষে দেশ ও বিদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলাতেও পালিত হয়েছে এশিয়ান টিভির বর্ষপুর্তি৷
সোমবার ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় এশিয়ান টিভির বর্ষপুর্তি উপলক্ষে রাঙামাটি বিপণী বিতান থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত এক র্যালী বের করা হয়৷ র্যালীতে অংশ গ্রহণ করেন ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল এমদাদ উল্লাহ ভুঁইয়া, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম,বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা৷

র্যালী শেষে রাঙামাটি জেলা পরিষদের ২য় তলার সম্মেলন কক্ষে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এশিয়ান টিভির বর্ষপুর্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল এমদাদ উল্লাহ ভুঁইয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ৷
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত্ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙমাটি রিপোর্টারস ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, রাঙামাটি সংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন৷
এবারই প্রথম রাঙামাটি জেলায় সরকারী দল, বিরোধী দল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা ভেদাভেদ ভুলে একসাথে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালন করল৷
এশিয়ান টিভির বর্ষপুর্তির কেক কাটা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন এশিয়ান টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি আলমগীর মানিক ৷
আপলোড :১৮ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১০ মিঃ





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান