শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
রাঙামাটি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আজ শনিবার সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ পালনের অংশ হিসেবে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ক দেয়ালিকা উন্মোচন এবং সকাল সাড়ে ১০টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্বনাথ আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
বিশ্বনাথ :: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়াকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা শ্রমিক লীগের নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, শ্রমিক লীগ নেতা কবির মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঝালকাঠিতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি :: আজ ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে কালেক্টরেট স্কুলে আলোচনা সভা। প্রধান অতিথি জেলা প্রশাসক মো.জোহর আলী। বিশেষ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো.শাহ আলম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। এ ছাড়া আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন এবং প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,সংস্কৃতিজন মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বক্তৃতা রাখেন।





রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা