বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ
কাউখালীতে ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে কাউখালী উপজেলা স্থায়ী ব্যবসায়ী কল্যান পরিষদ ব্যাবসায়ী সদস্যদের মাঝে আজ বৃগস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ত্রাণ বিতরন করেন।
এ সময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার উপস্থিত থেকে স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের সদস্যদের মাঝে ত্রাণের সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি টুন্টু লাল দে, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মেম্বার, সম্পাদক মো. মাইন উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. বাবলু সওদাগর,ব্যবসায়ী কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন (খলিফা), দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম,সদস্য মো. ফারুক ও মো. নাছির উদ্দিন ফারুক প্রমুখ।
কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের মোট ২৬২ জন সদস্য কে এই ত্রাণ প্রদান করাহয়। তার মধ্যে উপজেলা পরিষদ হতে দুই মেট্রিক টন ৫০০ কেজি চাল বরাদ্ব প্রদান করেন স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদকে এবং স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদ হতে জন প্রতি ১০ কেজি চাল,আলু ২কেজি,চনাবুট ১কেজি,মশারীর ডাল আদা কেজি,সয়াবিন তৈল আদা লিটার,লবন আদা কেজি,সেভ সাবান ১টি করে প্রদান করেন বলে জানান।
বেতবুনিয়ায় জীপের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু
কাউখালী :: কাউখালী উপজেলার বেতবুনিয়ায় জীপ (চাদের গাড়ি) গাড়ির চাকায় পিষ্ট হয়ে গতকাল বুধবার রাত্রে এক হেলপারের মৃত্যুর খবর পাওয়া যায়।
বেতবুিনিয়া পুলিশ ফাড়ির সাধারন ডায়েরী সূত্রে জানা যায় উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের পশ্চিম মনাই পাড়া গ্রামের বাসিন্দা সুচাইউ মারমার ছেলে ঝিনি অং মারমা (২৮) গতকাল স্থানীয় জীপ (চান্দের গাড়ি) গাড়িতে হেলপারের কাজ করতে গেলে সন্ধার আগে মনাই পাড়া এলাকায় জ্বালানী কাঠ (লাকড়ি) আনতে যাওয়ার পথে গাড়ি দ্রুত বেগে চলে যাওয়ার সময় পিছন দিক থেকে হেলপার ঝিনি অং মারমা গাড়িতে উঠতে গিয়ে জীপের নিছে পড়ে গেলে সে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে গতকাল বৃহস্পতিবার লাশ পোষ্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে বেতবুনিয়া পুলিশ ফাঁিড়তে একটি সাধারন ডায়েরী লিপিবদ্ব করা হয়। সাধারন ডায়েরী নং ৫২৪,তারিখ ২২.০৪.২০২০ খ্রিঃ বলে ফাঁিড়র ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার