সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বর্তীপুর ডেকোরেটর ও সাউন্ডসিস্টেম মালিক সমিতির স্মারকলিপি
পার্বর্তীপুর ডেকোরেটর ও সাউন্ডসিস্টেম মালিক সমিতির স্মারকলিপি
আব্দুল্লাহ আল মামুন,দিনাজপুর প্রতিনিধি :: দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে সারাদেশের ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির সদস্যদের নাম অর্ন্তভূক্তিকরণসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের পার্বতীপুর শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মোকতাদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এসময় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশব্যাপি লক ডাউনের শুরু থেকে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম সমিতি এবং এর সাথে সংশ্লিষ্ট সারাদেশের প্রায় ২৫ লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ফলে অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। সরকার ঘোষিত প্রণোদনায় সারাদেশের ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম সমিতির সদস্যদের নাম অর্ন্তভূক্তি করণ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া লোনের কিস্তি সাময়িক বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান, ডেকোরেশন ব্যবসায় ব্যবহৃত মালামাল বাঁশ, কাপড়সহ অন্যান্য উপাদা নষ্ট হওয়ায় এ ক্ষতি পুষিয়ে উঠতে সাহায্য প্রদানের জন্য এসময় দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোকতাদুল ইসলাম, সুমন ইসলামসহ সংগঠনের অন্যান্যরা সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।





চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল