সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে নিজ শয়ন কক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আক্কেলপুরে নিজ শয়ন কক্ষ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে এফাজ উদ্দিন (৮২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ২১ সেপ্টেম্বর সকালে নিজ শয়ন কক্ষের মধ্যে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্বজনরা। বৃদ্ধ এফাজ উদ্দিন উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত হাবের আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এফাজ উদ্দিন (৮২) প্রতিদিনের ন্যায় গত রবিবার দিবাগত রাতে বাড়িতে এসে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ডাকা ডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে কক্ষের ইটের একটি ছিদ্র দিয়ে তার ঝুলন্ত লাশ দেখেতে পায় স্বজনরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি তিনি মানষিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।





জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে ২০তম এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত
জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
জয়পুরহাটে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন
আক্কেরপুরে পথ অবরোধ করে ইজিবাইক ছিনতায়ের অভিযোগ
আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
আক্কেলপুরে আইন শৃঙ্খলার অবনতি এক সপ্তাহের মধ্যে ৮টি গরু চুরি