সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে পৌরসভা নির্বাচন অগ্রিম প্রচারনার ব্যানার অপসারণ শুরু
মোরেলগঞ্জে পৌরসভা নির্বাচন অগ্রিম প্রচারনার ব্যানার অপসারণ শুরু
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকা থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অগ্রিম প্রচারপত্র, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে প্রার্থীরা নিজ দায়িত্বে তাদের প্রচার সামগ্রী অপসারণ শুরু করেন। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রচার-প্রচারণা সামগ্রী দুদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ জারি করেন।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমার তারিখ ধার্য রয়েছে ৩০ ডিসেম্বর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তফসিল ঘোষণার আগে অনেক সম্ভাব্য প্রার্থী অগ্রিম প্রচারপত্র টাঙান। এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অপসারণ না করলে পৌরসভা নির্বাচন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ষকের সাথে কলেজ ছাত্রীর বিয়ে দেড়লাখ টাকা দেনমোহরে
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহর ধার্যে ধর্ষকের সাথে কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ২ টায় কাজি শহিদুল ইসলামের দপ্তরে মামুন মুন্সির সাথে বিয়ে সম্পন্ন হয় পার্শবর্তী ঠাকুরানতলা গ্রামের কলেজছাত্রীর (২১)।
এদিন বেলা ১২টার দিকে উভয় পক্ষের সম্মতিতে মঠবাড়ি গ্রামের ফজলু মুন্সির ছেলে আল মামুন মুন্সিকে (২৮) তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। ধর্ষণের অভিযোগে আটক সোমবার ভোররাতে তাকে আটক করা হয়েছিলো।
এবিষয়ে নির্যাতিতা ছাত্রীর মা তাছলিমা বেগম বলেন, বিয়েতে রাজি হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করিনি। মামুন মুন্সি জিউধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌকিদার।
এবিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মামুন মুন্সিকে আটক করা হয়। পরে উভয়পক্ষ বিয়েতে রাজি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন