শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকা প্রার্থীদের
পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকা প্রার্থীদের
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ১ দিন। শনিবার অনুষ্ঠিত হবে ভোট। উৎসব ও উত্তেজনার মধ্য দিয়েই শেষ হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় নানা অভিযোগ উঠছে কাউন্সিলর প্রার্থীদের তরফ থেকে। প্রচারে বাঁধা, প্রার্থীতা প্রত্যাহার না করলে হত্যার হুমকী, হামলা পাল্টা হামলা, আচরণবিধি লংঘনসহ নানা ধরণের অভিযোগ আসছে ওয়ার্ডগুলো থেকে।
আজ বৃহস্পতিবার বেলা ১ টায় পৃথক পৃথক সংবাদিক সম্মেলনে প্রাণহানির আশংকা ও কেন্দ্র দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দিন তালুকদার। স্ত্রী ও ভাবিকে সাথে নিয়ে তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। একই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো. নান্না শেখ, ১নং ওয়ার্ডের কাজী জাকির হোসেন বাচ্চুও সাংবাদিক সম্মেলন করে প্রার্থীকে মারপিট করা, হত্যার হুমকীসহ আচরণবিধি লংঘনের অভিযোগ উত্থাপন করেছেন প্রতিদ্বদ্বন্দী প্রার্থীদের বিরুদ্ধে।
এ ছাড়াও ২,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মাসুম, আকতারুজ্জামান দুলাল ও মাষ্টার কামরুজ্জামান নাছির তাদের এলাকায় বহিরাগতদের আনাগোনা, কর্মী ও প্রার্থীকে মারপিট ও ভোটের দিনে কেন্দ্র দখল হয়ে যাওয়ার আশংকা ব্যাক্ত করেছেন।
এ সকল অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, অনেক অভিযোগ জমা হয়েছে। ব্যাবস্থাও নেওয়া হয়েছে। কেন্দ্র দখলের সম্ভাব্য অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেন্দ্র দখল তো দুরের কথা এবার একটি জাল ভোটের আশাও কেউ করতে পারবেনা।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বব›দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।
শেষ মুর্হুতে প্রচারণায় উৎসবের শহর এখন মোরেলগঞ্জ, বাড়ছে উত্তেজনাও
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ২ দিন। কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় গোটা পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদের জন্য নেই কোন হাক ডাক। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বব›দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।
এখন প্রচার প্রচারনা চলছে শুধু কাউন্সিলর প্রার্থীদের। প্রভাবশালী প্রর্থীরা নিজনিজ এলাকা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছেন। প্রদিদ্ব›দ্বী প্রার্থীরা সেখানে ঢুকতে পারেছননা। এর ফল ক্রমশ উত্তেজনাও বাড়ছে। থানা পুলিশের দেওয়া তথ্যমতে, সবকটি কেন্দ্রই ঝঝুকিপূর্ণ।
এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৫৪জন পুরুষ ও ১২জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন। গোটা পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৫শ’। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪১৪ জন। সবচেয়ে বেশী প্রার্থী হয়েছেন ৩ নং ওয়ার্ডে। এখানে ভোটার ১৮২৪ জন। প্রার্থী হয়েছে ৮ জন।
ভোটারদের কাছে প্রার্থীদের দৌড় ঝাঁপ, পেষ্টার বিতরণ, মাইকং সবমিলিয়ে মোরেলগঞ্জ পৌরসভা এখন উৎসবের শহরে পরিনত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরণের সংঘাত, সংঘর্ষ বা মামলার ঘটনা ঘটেনি। তবে ২,৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চলছে। কিছু অভিযোগ পেয়েছি তার সমাধানও হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ