শনিবার ● ৩০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কৃষকের লাশ সামনে রেখে প্রতিবাদ সভা
বিশ্বনাথে কৃষকের লাশ সামনে রেখে প্রতিবাদ সভা
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলার সর্ববৃহত চাউলধনী হাওরের কৃষি জমিতে পানি সেচ নিয়ে সংঘর্ষের সময় নিহত কৃষক ছরকুম আলী দয়াল (৭০) এর লাশ দাফন করা হয়েছে।
ময়না তদন্ত শেষে আজ শুক্রবার ২৯ জানুয়ারি বাদ আসর দশঘর ইউনিয়নের চৈতননগর গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার হাওরের বোরো ধানী জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় তিনি নিহত হন।
দাফনের পূর্বে ওই কৃষকের লাশ সামনে রেখে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে হত্যাকারিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা মৎস্য ইজারাদার সাইফুল ইসলাম বাহিনীকে ওই হত্যাকান্ডের মুল হোতা দাবি করে বলেন, হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
আর না হলে আগামিতে তারা কঠিন আন্দোলনের ডাক দিবেন।
আন্দোলন কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ’র পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান।
এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, কমিটির যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ সিতাবসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।





পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চলন্ত গাড়িতে কুপিয়ে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন : নিলামে বিক্রি
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার