বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি
ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট, থানায় যুবকের জিডি
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রাজেদ মিয়া (৩৭) নামে যুক্তরাজ্য ফেরত এক যুবকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে তাতে ইয়াবা বিক্রির প্রচারণা ও আপত্তিকর পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী যুবক। যার নম্বার ১১৯২। রাজেদ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মজম্মিল আলীর ছেলে।
সাধারণ ডায়েরীতে রাজেদ মিয়া উল্লেখ করেন, আমি প্রায় দুই বছর ধরে রাজেদ মিয়া (ইংরেজী) নামে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে আসছি। আজ (বুধবার) সকালে ফেসবুক ব্যবহার করতে গিয়ে দেখি কে বা কারা ‘ইয়াবা রাজেদ বাউসী’ নামে আমার নাম ও ছবি সম্বলিত ফেক আইডি খুলে আপত্তিকর পোস্ট করছে। আমার আইডি থেকে একাধিক ছবি নিয়ে ওই ফেক আইডিতে যুক্ত করে আমি ইয়াবা ডিলার, ইয়াবা বিক্রি করতে চাই বলে পোস্ট করছে। যে কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং আশংকা করছি, অজ্ঞাত ব্যক্তি (ফেক আইডি ব্যবহারকারী) আমাদেরকে বড় ধরণের সমস্যার সম্মুখিন করতে পারে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, রাজেদ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিশ্বনাথ থানায় ব্যারাক ‘বাসিয়া’র’ উদ্বোধন
বিশ্বনাথ :: বিশ্বনাথে আজ বুধবার ২৪ ফেব্রুয়ারি থানা কমপাউন্ডে ‘বাসিয়া’ নদীর নামে ব্যারাকের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে সিলেটের পুলিশ সুপার মোহাম্দ ফরিদ উদ্দিন পিপিএম ফিতা কেটে ব্যারাকের উদ্বোধন করেন।
এসময় থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, এসআই, এএসআইসহ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী