বুধবার ● ১৭ মার্চ ২০২১
প্রথম পাতা » গুনীজন » বিএনপি নেতা মওদুদের মৃত্যুতে লিবডেম ও বিকল্পধারার নেতা অহিদ উদ্দিনের শোক
বিএনপি নেতা মওদুদের মৃত্যুতে লিবডেম ও বিকল্পধারার নেতা অহিদ উদ্দিনের শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহাম্মদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যুক্তরাজ্য বিকল্পধারার সভাপতি এবং লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ড থেকে লিবডেম মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদউদ্দিন গভীর শোক প্রকাশ করে বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদের মৃত্যুতে আমি অত্যন্ত দু:খিত এবং মর্মাহত হয়েছি ।
অহিদ উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে বলেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। বাংলাদেশের রাজনীতিতে মওদুদ আহাম্মদ একটি পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক পরিমন্ডলে তাঁর বিচরণ এবং অবস্থান দীর্ঘকালের। প্রায় সব আমলেই তিনি ক্ষমতার বলয়ে ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি বংলাদেশের রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করেছিলেন।
শোকবাণীতে অহিদউদ্দিন আরো বলেন, আমি তাঁর রুহের মাগফেরাৎ কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবরের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু