রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » রাউজানে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি
রাউজানে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে প্রবাসীর ঘরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম কদলপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর রাতে মধ্যম কদলপুরের প্রয়াত হাজী আবদুল মন্নান সওদাগরের নতুন বাড়ির হাজী ম্যানসনে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হাজী আবদুল লতিফ একজন পল্লী চিকিৎসক। তার তিন ছেলের মধ্যে এক ছেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও দুই ছেলে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকেন। এ বিষয়ে ভুক্তভোগী হাজী আবদুল লতিফ বলেন, শনিবার ভোররাতে দুইতলা বিশিষ্ট ভবনের সামনের লোহার জানাল কেটে ডাকাত দলের তিন সদস্য ঘরে প্রবেশ করে ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে প্রথমে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে রশি দিয়ে ঘরে থাকা দুই নারী ও আবদুল লতিফের হাত বেধে ফেলে দুর্বৃত্তরা। পরে তারা দুইটি আলমিরায় সংরক্ষিত আনুমানিক ৩০/৩৫ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেট, নগদ টাকা আনুমানিক ৫০/৬০ হাজার টাকা লুটে নেয়। আধাঘন্টার মধ্যে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট নিয়ে পাকাঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যায়।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘চুরির ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সর্তার খালে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে নানার বাড়ীতে বেড়াতে এসে সর্তা’র খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ১৩ জুন দুপুরের দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা এলাকায় তাঁর মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশুর নাম তানভীর হোসেন ( ৭)। সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মো. আকতার হোসেনের পুত্র। নিহতের মামা আলি জানান, তানভীর এলাকার শিশুদের সাথে সর্তা’র খালে গোসল করতে গেলে খালে তলিয়ে যায় এসময় অন্য শিশুদের চিৎকার করলে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজানের গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।





ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ