মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জ গঠন : ৩১ জনকে অব্যাহতি
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কাজলের বিরুদ্ধে চার্জ গঠন : ৩১ জনকে অব্যাহতি
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মানহানির মামলায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর এই আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত। পরে আইনজীবীরা বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান।
এদিন পুলিশের দেয়া চার্জশিট আমলে নিয়ে কেবল আসামি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন আদালত। পরে চার্জ শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়। এ মামলায় জামিনে আছেন মতিউর রহমান চৌধুরী ও শফিকুল ইসলাম কাজলসহ অন্যান্য আসামিরা।
অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিন, ফেসবুক ব্যবহারকারী প্রিন্স ফাহিম, আরিফুল ইসলাম আরিফ, ফরহাদ খান, জুয়েল আহমেদ, মোহাম্মাদ মোসলেম, মিজানুর রহমান, মোর্শেদ আলম, কাকন আবু হানিফ, মো. রুবেল, আয়েশা আমান ও শামিম আক্তার।
এ ছাড়া আরও আছেন- সাত্তার মৃধা, তৌফিক, মিলি হাসান, হাবিব আদনান, ঋষি কান্ত, সোহেল হোসেন, ছালেহ আহমেদ, জসিম উদ্দিন জসিম, খাইরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মাহফুজ আহমেদ, এম এ মামুন, মো. হেলাল, সেলিম চৌধুরী, ইস্পাত মোহাম্মাদ, বেলায়েত হোসেন, মারুফ রাজু ও মকটেল হোসেন মুক্তি।
উল্লেখ্য, বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। গত ৯ মার্চ রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান