সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিতর্কের মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়
বিতর্কের মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করা দরকার। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে এবং মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়।” আজ ৪ অক্টোবর সোমবার সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান পৌরসভার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অংশগ্রহণে ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে” এই স্লোগানে ৪ অক্টোবর সোমবার, রাউজান উপজেলা সদরে অবস্থিত এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে শুরু হওয়া ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ৫ম আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর আহবায়ক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি মোহাম্মদ আলী, বাংলানিউজ২৪.কম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, অনিক ভট্টাচার্য, রিফাতুল ইসলাম, শরীফুল ইসলাম, নোমান বিন আজিজি, মো. মিজানুর রহমান, কাজী শিহাব, আরফানুল ইসলাম আবির, মাসুম বিল্লাহ, ইঞ্জিনিয়ার জিকু চৌধুরী, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান মুবিন, আরফিন হোসেন আজাদ, ওমর ফারুক মনি, সুদীপ্ত বড়ুয়া, শাহরিয়ার ইভান, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, শাহেদুল ইসলাম প্রমুখ।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯