রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের কোন এলাকা পিছিয়ে থাকার সুযোগ নেই : নিখিল কুমার চাকমা
পার্বত্য চট্টগ্রামের কোন এলাকা পিছিয়ে থাকার সুযোগ নেই : নিখিল কুমার চাকমা
রাঙামাটি :: গত ৫ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায় রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বেতছড়ি রাজগিরি বনবিহার পরিচালনা কমিটির আয়োজনে ১২তম দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২১ অনুষ্ঠিত হয়।
কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ভিক্ষু সংঘের বিরাট ভূমিকা রয়েছে। ভিক্ষু সংঘের কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক উপাসিকাবৃন্দ ধর্মীয় কার্য সম্পাদন করতে পারছে। ফলে তাদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে। তিনি ভিক্ষু সংঘের প্রতি বিভিন্ন ধর্মদেশনার মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশাজীবি’র মানুষের কল্যাণ ও মঙ্গলময় কাজে উদ্বুদ্ধ করার আহবান জানান।
চেয়ারম্যান বলেন যে, নানিয়ারচর উপজেলায় প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয়। কিন্তু দুর্গম যোগাযোগের কারণে চাষীরা ন্যাযমূল্য হতে বঞ্চিত হচ্ছে। তাই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দুর্গম যোগাযোগ ব্যবস্থা সহজতর করা হবে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও অভিপ্রায়ে এবং পার্বত্য মন্ত্রী, রাঙামাটি ও খাগড়াছড়ি এর জাতীয় সংসদ সদস্য পরামর্শে ও সহযোগিতায় পার্বত্য এলাকাকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে যা যা করা দরকার তা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই পার্বত্য চট্টগ্রামের কোন এলাকা পিছিয়ে থাকার সুযোগ নেই মর্মে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে চেয়ারম্যান ও পরিবারবর্গসহ নানিয়ারচর উপজেলায় বেতছড়ি দুর্গম এলাকা থেকে আগত উপাসক-উপাসিকাবৃন্দ পক্ষ থেকে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, কঠিন চীবর দান, আকাশ প্রদীপ দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ দান করা হয়। এছাড়া নানিয়ারচর থানার ওসি এবং নানিয়ারচর জোন কমান্ডার পক্ষে ক্যাপ্টেন পারভেজ নানাবিধ দানসামগ্রী দান করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন