বুধবার ● ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত
ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত
নয়ন বড়ুয়া, রাউজান উত্তর :: ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। আজ বুধবার ১৭ নভেম্বর বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে সকাল থেকে শুরু হয় দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে দূর দূরান্ত থেকে শতশত পুণ্যার্থীরা রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে সমবেত হয়।
কঠিন চীবর দান উপলক্ষে বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন।
এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসব উদ্বোধন করেন ইদিলপুর শাক্যমনি বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত বিমলানন্দ মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচখাইন বিপুলানন্দ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিপুলানন্দ মহাথের।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহাথের, আবুরখীল মনোকামনা জাদী বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উক্কট্ঠা পঞঞা থেরো।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত উপেক্ষাপাল থের, বিহার উপাধ্যক্ষ ভদন্ত সংঘরত্ন, ভদন্ত জয়শ্রী।
এসময় ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, ইদিলপুর শাক্যমুনি বিহারের সাধারণ সম্পাদক জীবন বিকাশ বড়ুয়া, সুমল বড়ুয়া (শিমুল), সাবেক ইউপি সদস্য দীলিপ বড়ুয়া, মাস্টার কমল বড়ুয়া ও চন্দন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চশীল প্রার্থনা করেন সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন বড়ুয়া। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।





মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী