সোমবার ● ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৮ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যাঁরা
আত্রাইয়ে ৮ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যাঁরা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রই উপজেলার ৮ ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপজেলার ৮ ইউনিয়নে যাঁরা নৌকার মাঝি হলেন তাঁরা হলেন শাহাগোলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার রনি, ভোঁপাড়া ইউনিয়নে নাজিমুদ্দিন সরদার, আহসানগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, পাঁচুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার আলী প্রাং, বিশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, মনিয়ারী ইউনিয়নে খায়রুল ইসলাম মিল্টন, কালিকাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুল হক নাদিম এবং হাটকালুপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার।
এ ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন শাহাগোলা ইউনিয়নে আব্দুল মান্নান, এএসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু, এসএম মামুনুর রশিদ, জয়নুল হক, সাজেদুর রহমান ও আব্দুল্লাহ। ভোঁপাড়া ইউনিয়নে মঞ্জুরুল আলম মিলন। আহসানগঞ্জ ইউনিয়নে সাবেক ছাত্র লীগ নেতা রবিউল ইসলাম চঞ্চল ও সোহরাব মোল্লা। পাঁচুপুর ইউনিয়নে আল-মুক্তার ও খবিরুল ইসলাম। বিশা ইউনিয়নে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, আসাদুজ্জামান আসাদ ও ইসমাইল হোসেন। মনিয়ারী ইউনিয়নে স¤্রাট হোসেন ও হাসানুজ্জামান নুহ। কালিকাপুর ইউনিয়নে আব্দুল হাকিম সরদার, আলাউদ্দিন মন্ডল ও আলম সরদার। হাটকালুপাড়া ইউনিয়নে এলতাস উদ্দিন বিটু, ছিদ্দিকুর রহমান, আকরাম হাসেন ও রুহুল ইসলাম।





আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা
আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
আত্রাইয়ে দুইজন বিএডিসি সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ