শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেলেন তালাবদ্ধ
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেলেন তালাবদ্ধ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় সমুহে স্বাস্থ্যবিধিসহ সরকার ঘোষিত নির্দেশনা মানা হচ্ছে কি না এ বিষয়ে কিছুদিন আগেথেকেই আকস্মিক পরিদর্শন বা সারপ্রাইজ ভিজিট শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতে (শনিবার)১১ ডিসেম্বর দুপুর ২টায় ঝালকাঠি শেখেরহাট ৭৯নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নিয়োগ কৃত যুগ্ন সচিব মেন্টর পর্যবেক্ষনে এসে স্কুলে উপস্থিত হয়ে দেখলেন স্কুল তালাবদ্ধ। এলাকাবাসীর কাছে খবর নিয়ে যানতে পারলেন এভাবে প্রারাই স্কুল বন্ধ থাকে। কোন দিন স্কুল খুললেও দুপুরের মধ্যেই ছুটি হয়ে যায়।
প্রাথমিক বিদ্যালয় সমুহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত ৫৫ জন কর্মকর্তা সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন। এর আওতায় যুগ্ম সচিব বদিউর রহমান তিনি ঝালকাঠি জেলার একজন (মেন্টর) হিসাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
আগে থেকে না জানিয়েই বিদ্যালয়ে হঠাৎ করেই পৌঁছে যাবেন তারা। তারা দেখবেন; বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, ছাত্র-ছাত্রীদের শিখন ঘাটতি পূরণে রুটিন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। এছাড়া শিক্ষকরা ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত থাকছেন কি না তা পর্যবেক্ষণ করবেন মেন্টররা।
উক্ত ভিজিটের আওতায় ঝালকাঠি এসে সদর উপজেলার রুপসিয়া, চারুখান ও শিরযুগ প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে কিছু অনিয়ম পেলেও শেষে তিনি দুপুর ২টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে সাথে নিয়ে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্কুলটি তালাবদ্ধ দেখতে পায়।
এব্যাপারে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে এক সহকর্মীর বিয়েতে গেছিলাম, পরে বিদ্যালয়ের অপর দুই শিক্ষক আমাকে না জানিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে। তাই সচিব স্যার গিয়ে স্কুল বন্ধ পেয়েছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মইনুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মিজানুর রহমান আমাকে কিছুই জানায়নি। বর্তমানে আমি ছুটিতে আছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্কুল বন্ধ থাকার কারন তিনি জানেন না। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ও তালাবদ্ধ দেখেছেন। এ ঘটনায় তিনি কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি বলেন,তার বিরুদ্ধে আইনগত ভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব বদিয়র রহমান এর কাছে ফোন করা হলে তিনি বলেন ‘আমি ঢাকায় যাচ্ছি,আপনার সাথে পরে কথা বলব’।





ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ
ঝালকাঠির দুই আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-ঝালকাঠি রুটে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৫ : আহত ১২
পাঁচশো টাকায় জীবন বাজী ঝালকাঠিতে কৃষকের মৃত্যু
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক