সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে একটিতে
রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে একটিতে
হারুন চৌধুরী :: রবিবার চতুর্থ ধাপে নির্বাচনে রাঙামাটির দুই উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে। রাঙামাটি সদর উপজেলার ৬টি এবং নানিয়ারচর উপজেলার ৪টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৯ জন এবং অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ১০টি ইউনিয়নে মোট ৯০টি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সর্বশেষ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- রাঙামাটি সদরের জীবতলী ইউপি সুদত্ত কারবারি (স্বতন্ত্র), মগবান ইউপি পুস্প রঞ্জন চাকমা (স্বতন্ত্র), সাপছড়ি ইউপি প্রবীণ চাকমা (স্বতন্ত্র) বালুখালী ইউপি অমর কুমার চাকমা (আওয়ামী লীগ), বন্দুকভাঙ্গা ইউপি অমর চাকমা (স্বতন্ত্র) ও কুতুকছড়ি ইউপি কানন চাকমা (স্বতন্ত্র) এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপি অমল কান্তি চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর সদর ইউপি বাপ্পি চাকমা (স্বতন্ত্র) বুড়িঘাট ইউপি প্রমোদ খীসা (স্বতন্ত্র) ও সাবেক্ষং ইউপি সুপন চাকমা (স্বতন্ত্র)।





পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ
কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন