শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম
৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম

চট্টগ্রাম প্রতিনিধি :: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এরপর অনিবন্ধিত সিম কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের কাছে যাবে না। এটি শুধুমমাত্র এনআইডিতে যাচ্ছে।
তিনি আরও বলেন, ৩০ এপ্রিলের মধ্যে যে সব মোবাইল ফোন কোম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়নি, সেগুলোতে সংকেত পাঠানো হবে। এরপরও নিবন্ধন করা না হলে ক্রমান্বয়ে সিমগুলো বন্ধ করে দেয়া হবে।
তারানা হালিম জানান, আমরা আশা করছি, কয়েক ঘণ্টা সিম বন্ধ করার পর সংকেত পেয়ে সিমের মালিকরা নিবন্ধন করে নেবেন।
এ সময় জেলা প্রশাসন ও এরিকসন বাংলাদেশের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত