বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের ছাত্রলীগের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জোনায়েদ সাকিসহ ‘গণতন্ত্র মঞ্চ’ এর নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা আক্রমণ ও তাদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতেই ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, সীতাকুন্ডের মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে যেয়ে এই হামলা সরকার ও সরকারি দলের নগ্ন ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গনতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন