 
       
  শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নগদের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার ইব্রাহিম গ্রেপ্তার
নগদের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার ইব্রাহিম গ্রেপ্তার
 আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা (অর্থ আদান-প্রদানের পরিসেবা) নগদ এর ডিস্টিবিউশ ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৫ জুন বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯) কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছেন পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে ও নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিস্টিবিউশন ম্যানেজার।
 আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা (অর্থ আদান-প্রদানের পরিসেবা) নগদ এর ডিস্টিবিউশ ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৫ জুন বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯) কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছেন পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে ও নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিস্টিবিউশন ম্যানেজার।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুন) নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিএসও’দের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যায়। মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিউস্টিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসালাম। এরপর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিউস্টিবিউশন পরিচালক (মো. সাহিনুর ইসালাম বলেন, নগদ’র ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্টিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড়মিল পরিলক্ষিত হওয়ায বিষয়ে প্রতিষ্ঠানের এম.ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি। এই প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার উপপরিদশক খোরশেদ আলম বলেন, ‘ নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে  থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে;  আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’
রাউজানে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ফলজ চারা বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামীণ ব্যাংক শাখায় তাদের ৩ হাজার সদস্যদের মাঝে ৩টি করে মোট ৬ হাজার ফলজ, বনজ, ঔষধি চারা বিতরণ করা হয়েছে। ১৫ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামীণ ব্যাংক শাখা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি ও চারা বিতরণ উদ্বোধন করেন রাউজান এরিয়া ম্যানেজার এ.বি মোহাম্মদ উল্যা। উক্ত শাখার ম্যানেজার মো: আলী আকবর দুলাল এর পরিচালনায় বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণে আরও উপস্থিত ছিলেন, সেকেন্ড ম্যানেজার কুমকুম হোড়, অফিসার সৈকত মহাজন, মিল্কি কর্মকার, ভবতোষ কুমার দে, মারুফ হোসেন, প্রোগ্রাম অফিসার কবীর আহম্মদ, অফিস সহকারী সুমন ও শ্যামল প্রমুখ। এছাড়াও জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে তাদের সদস্যদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সবাই সঠিক তথ্য দিতে আহ্বান জানান। এবং গ্রামীণ ব্যাংকের নতুন ঋণ সম্পর্কে সদস্যদের মাঝে ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠকে আলোচনা করা হয়।

 
       
       
      



 প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
    প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ     মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
    মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯     পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
    পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ     চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
    চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত     মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
    মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত     মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
    মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১     হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
    হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ     ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
    ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ     রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
    রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়