সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ ফলে যুবকের মৃত্যু
রাউজানে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ ফলে যুবকের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চুয়েট গেটের পাশে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খঁটি রেখেই গড়ে তোলা হচ্ছিল একটি দুই তলা ভবন। বড় ধরনের দুর্ঘটনা হবে জেনেও কাজ চালিয়ে যান ঐ ভবনের মালিক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের আবদুল হক নামের এক লোক। এতো বড় বিপদজনক এলাকায় ঝুঁকি আছে জেনেও তিনি এর কোনো তোয়াক্কা করেনি। জীবিকার দায়ে নির্মাণ শ্রমিক হিসেবে দশম শ্রেণির শিক্ষার্থী শান্ত দও কাজ করেন এই ভবনে। গত ১২ অক্টোবর দুপুরে এই ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের মাত্র কয়েক ফুট নিছে ভবনের উপর তলায় কাজ করেন শ্রমিক হিসেবে স্কুল ছাত্র শান্ত সেখানে বিদ্যুৎ পৃষ্টে হয় তিনি। সেখানে থেকে সেদিন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে
গত ৫ দিন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু সাথে লড়ে অবশেষে ১৬ অক্টোবর রবিবার সকালে তার মৃত্যু হয়। নিহত শান্ত দত্ত (২৫) উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকার দত্তবাড়ী কাঞ্চন দত্তের পুত্র। সেই দেওয়ানপুর এস.কে.সেন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বাসু ঘোষ বলেন, পাহাড়তলীতে একটি ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিক কাজ করার সময়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়।





মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯