রবিবার ● ১৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরের সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার হওয়ার কারণে এবারের বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচ বা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনি উপজেলা প্রশাসন।
কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিশ্বনাথ পৌরসভা, থানা প্রশাসন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিস, সাব রেজিষ্ট্রার কার্যালয়, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পল্লী সঞ্চয় ব্যাংক, আরডিআরএস, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুলিশ, আনসার ও ভিডিপি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট-গার্লস গাইড এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচ্কাওয়াজ, সালাম গ্রহন, শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
বিশ্বনাথ :: মহান বিজয় দিবসে সিলেটের বিশ্বনাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিশ্বনাথ প্রেস ক্লাব।
শুক্রবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরণ।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন