সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » তবু তার পিছু টান
তবু তার পিছু টান
রাহুল রাজ :: উড়ে যাবে পাখি, ছেড়ে যাবে ঘর
পুড়ে যাবে পোড়া মন।
তবু এ বাঁধন, থাকে যতক্ষণ
আশায় ভাসায় তরি।
এক মনে আজ, দু’মনের বাস
কারে ছাড়ি, কারে ধরি।
খুঁড়ে দেখি বুকে-
জুড়ে সুখে দুখে-
দু’টি প্রাণ কথা কয়।
মুড়ে রাখি প্রেমে
যদি যায় থেমে-
খুনসুটি পরাজয়।
কত মন পোড়ে, কত গোপনে
ক’জনে রাখে খোঁজ।
সাদা কালো চোখে কত জল ঝরে
কত মন ভাঙ্গে রোজ।
কেউ নিজে পুড়ে, অন্যরে পোড়ায়
কেউ নিজে পেয়ে ব্যথা, অন্যরে কাঁদায়।
এও এক প্রেম, এও এক মায়া-
সমুখে যে মুখ, তাতে কার ছায়া?
কেউ দুখে হাসে, কেউ সুখে কাঁদে
পেয়ে কুল কেউ-
তবু জলে ভাসে-
গোপন প্রেমের ফাঁদে।
প্রশ্ন যত, উত্তর তত
তবু মান অভিমান।
স্মৃতি কত, দেয় ক্ষত
তবু তার পিছু টান।





১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা