সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » তবু তার পিছু টান
তবু তার পিছু টান
রাহুল রাজ :: উড়ে যাবে পাখি, ছেড়ে যাবে ঘর
পুড়ে যাবে পোড়া মন।
তবু এ বাঁধন, থাকে যতক্ষণ
আশায় ভাসায় তরি।
এক মনে আজ, দু’মনের বাস
কারে ছাড়ি, কারে ধরি।
খুঁড়ে দেখি বুকে-
জুড়ে সুখে দুখে-
দু’টি প্রাণ কথা কয়।
মুড়ে রাখি প্রেমে
যদি যায় থেমে-
খুনসুটি পরাজয়।
কত মন পোড়ে, কত গোপনে
ক’জনে রাখে খোঁজ।
সাদা কালো চোখে কত জল ঝরে
কত মন ভাঙ্গে রোজ।
কেউ নিজে পুড়ে, অন্যরে পোড়ায়
কেউ নিজে পেয়ে ব্যথা, অন্যরে কাঁদায়।
এও এক প্রেম, এও এক মায়া-
সমুখে যে মুখ, তাতে কার ছায়া?
কেউ দুখে হাসে, কেউ সুখে কাঁদে
পেয়ে কুল কেউ-
তবু জলে ভাসে-
গোপন প্রেমের ফাঁদে।
প্রশ্ন যত, উত্তর তত
তবু মান অভিমান।
স্মৃতি কত, দেয় ক্ষত
তবু তার পিছু টান।





দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে