শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » খেলনার গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হলো শিশু আবির
খেলনার গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হলো শিশু আবির
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পুকুরে পড়ে যাওয়া নিজের খেলনার গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হলেন মুনতাসীর আলম আবির নামের দেড় বছর বয়সী এক শিশু।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনা পাহাড় এলাকার হাজী মজিবুল হকে’র বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবির ঐ বাড়ির মজিবুল হকের নাতি এবং প্রবাসী বাবলুর শিশু পুত্র।
শিশু আবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে খেলার চলে পুকুর পাড়ে চলে যায় আবির। এসময় তার হাতে থাকা খেলনার গাড়িটি পুকুরে পড়ে গেলে সেটা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ কোথাও খোজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে পুকুর থেকে আবিরের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ দিন আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনেরা। তবে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরণ করেছে।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ