রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের শ্যালক লিটন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিরার (৯ জুন) বিকেল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যানের শ্যালক লিটন মিয়াকে ভিজিডি, ভিজিএফ সহ অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সুবিধাভোগীর তালিকার নিয়ন্ত্রনকারী উল্লেখ করে লিখিত সংবাদ সম্মেলন করেন, পালশা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমি গত শনিবার (০৮ জুন) আনুমানিক দুপুর ০১.১৫ মিনিটে ২নং পালশা ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ভিজিডি ও ভিজিএফ কার্ডের তালিকা নেওয়ার জন্য ইউপি সচিবের সাথে কথা বলে হালনাগাকৃত তালিকা চাইলে ইউপি সচিব বিষ্ণু বাবু বলেন, তালিকা চেয়ারম্যানের শ্যালক লিটন মিয়ার কাছে আছে। তখন আমি লিটন মিয়াকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এর কিছুক্ষণ পরে লিটন মিয়া পরিষদের অফিস কক্ষে আসলে আমি ফোন রিসিভ না করার বিষয়ে জানতে চাওয়ায় তিনি রাগান্বিত হয়ে আমার নিকট তেড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধরেরর চেষ্টা চালাতে থাকেন। পরক্ষনে তিনি তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে টানাহেচড়া করতে থাকেন। আমি আমার জীবন রক্ষার্থে তাদের নিকট নিজেকে ছাড়িয়ে চলে যাওয়ার সময় তিনি আমার হাত-পা কেটে নেওয়াসহ খুন জখমের হুমকি দেন।
এ সময় তিনি আরও বলেন, ২নং পালশা ইউনিয়নে একজন বহিরাগত ব্যক্তি হয়েও লিটন মিয়া নিজেকে চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের শ্যালক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ভিজিডি, ভিজিএফ, বিভিন্ন সুবিধা ভোগীর তালিকা সহ বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এছাড়া সরেজমিনে গিয়ে জনগণের নিকট খোঁজ খবর নিলে জানতে পারবেন লিটন মিয়া কত রকমের দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত আছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য জানান, আমি এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। আমি গণমাধ্যমকর্মী তথা আপনাদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজর সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।





সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন