মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মতবিনিয়ম সভার সভাপতিত্ব করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের হামলা, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে মফস্বলের সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে প্রায়ই।
এসময় দৈনিক নয়া দিগন্ত ও জাগো নিউজের প্রতিনিধি এম মাঈন উদ্দিন এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমকালের প্রতিনিধি বিপুল দাশ, লাল সবুজ বাংলাদেশের প্রতিনিধি নয়ন কান্তি ধুম, বণিক বার্তার প্রতিনিধি রাজু কুমার দে, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, বাংলাদেশ প্রতিদিনের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, ভোরের দর্পণের প্রতিনিধি আশরাফ উদ্দিন, ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক আবু সুফিয়ান, সময়ের আলোর প্রতিনিধি সাদমান সময়, সি প্লাস টিভির প্রতিনিধি বাবলু দে, বাংলা টিভির প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাধারার প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলা ও দৈনিক ফেনীর প্রতিনিধি নুরুল আজহার, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, সিভয়েসের প্রতিনিধি ফিরোজ মাহমুদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি জুয়েল নাগ, আব্দুল মন্নান রানা প্রমুখ।
সভায় সাংবাদিকরা আরও বলেন, সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয় তখনই চালানো হয় এসব নির্যাতন। স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেয়া যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিকদের ওপর হামলাকারী এবং হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বিএনপির অনুমতি না নেয়ার অভিযোগ করে পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে হামলা চালায় পৌরসভা যুবদেলর আহ্বায়ক কামরুল হাসান। সেখানে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক আশরাফ এর ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত স্মার্টফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে হামলাকারীরা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সমর্থকরা সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দিয়ে হুমকি প্রদান করে।





চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন