শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » গুনীজন » রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু
সংবাদ বিজ্ঞপ্তি :: রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়ার বাবা জহির মিয়া শনিবার ১ ফেব্রুয়ারি সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। শনিবার জোহরের নামাজ শেষে রমজালী হাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি পাঁচ ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক (পিপি) অ্যাডভোকেট এনামুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল , উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মীর্জা, পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন প্রমুখ।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ