বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সময় এবং কাজের যোগফলই জীবনের সফলতা : রাবিপ্রবি’র ভিসি
সময় এবং কাজের যোগফলই জীবনের সফলতা : রাবিপ্রবি’র ভিসি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মকর্তাদের জন্য অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আজ ২৬ ফেব্রুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
তিনি উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা বিষয়ক পদ্ধতিগত ও কৌশলগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে সঠিক লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত ও পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন।
তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা কর্মকর্তাদের বিদ্যমান আইন, প্রজ্ঞাপন, বিধি-বিধান মেনে নৈতিকভাবে দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন মডেল ও তত্ত্ব নিয়ে আলোচনা করেন।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে সঠিক জায়গায় সঠিক আচরণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, ‘একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে হলে সবাইকে র্স্মাট হতে হবে। একজন দক্ষ সময় ব্যবস্থাপকই হতে পারবেন, একটি প্রতিষ্ঠানের যোগ্য ব্যবস্থাপক। সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সঠিক সময় ব্যবস্থাপনা পেশাগত ও মানসিক চাপ কমিয়ে ব্যক্তিজীবনকে সুন্দর করে তুলতে পারে ।
ভাইস-চ্যান্সেলর বলেন, সময় এবং কাজের যোগফলই জীবন আর টাইম ম্যানেজমেন্টটি জীবনের সফলতা। সঠিক সময়ে সঠিক কাজ করলে কর্মজীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে আর সফল কর্মজীবন মানেই সুখী সমৃদ্ধ জীবন।
প্রশিক্ষণে রাবিপ্রবি’র সকল কর্মকর্তাগণ প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় প্রশিক্ষণে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক সূচনা আখতার এবং রাবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি’র) মাহবুব আরা প্রমূখ উপস্থিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন