সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঝগড়াবিলে বনাঞ্চলে আগুন
ঝগড়াবিলে বনাঞ্চলে আগুন
রাজু :: রাঙামাটির ঝগড়াবিল এলাকায় মূল সড়কের পাশে বনাঞ্চলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১০ মার্চ ২০২৫ দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফোন পাওয়ার মাত্রই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলের আশপাশে স্কুল ও জনবসতি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গিয়াস উদ্দীন (লিডার) জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার ফলে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় কোন হতাহত হয়নি এবং বনাঞ্চলের ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা