সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঝগড়াবিলে বনাঞ্চলে আগুন
ঝগড়াবিলে বনাঞ্চলে আগুন
রাজু :: রাঙামাটির ঝগড়াবিল এলাকায় মূল সড়কের পাশে বনাঞ্চলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১০ মার্চ ২০২৫ দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফোন পাওয়ার মাত্রই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলের আশপাশে স্কুল ও জনবসতি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গিয়াস উদ্দীন (লিডার) জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার ফলে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় কোন হতাহত হয়নি এবং বনাঞ্চলের ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন