বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ১ জুলাই সকালে এ উপলক্ষ্যে মিরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার, মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, সোনালি স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নের খৈয়াছড়ার সভাপতি মোহাম্মদ জাহেদ, একুশে টিভির চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, ডিবিসি টিভির চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি সাদমান রহমান সময়, বিভিন্ন গণমাধ্যমের মিরসরাই প্রতিনিধি- দৈনিক আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ ইউসুফ, দৈনিক কালবেলার আজিজ আজহার, দৈনিক আজকের পত্রিকার সাফায়েত মেহেদী, বাংলাধারা পত্রিকার শিহাব উদ্দিন শিবলু, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকিব, অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, যাত্রার এক বছরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সারা দেশে সাড়া ফেলেছে। তৃণমূলের জনপদের চিত্র তুলে ধরতে অসামান্য ভূমিকা রাখার পাশাপাশি মুহূর্তের খবর মুহূর্তে প্রচার করে অগণিত দর্শকের মন জয় করেছে। স্বল্প সময়ে যে অর্জন হয়েছে তা যেন আগামীর দিনগুলোতেও বজায় থাকে সেই লক্ষ্যে নিরলস কাজ করে যেতে হবে।





খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা
কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা