

বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ।
রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ।
মো. কামরুল ইসলাম :: রাঙামাটিতে ১৯৯৬ সালের মর্মান্তিক ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচারসহ ভুক্তভোগী পরিবারের ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি দিয়েছে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া এবং সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
সভায় ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন তাঁর বক্তব্যে পরিবারের দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে দাবিসমূহ :
৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা।
নিহত প্রত্যেক পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
ভুক্তভোগী পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান।
পাপড়িখাল ট্রানজিট ক্যাম্প পুনর্বাসনের আগে স্থায়ী শান্তি-চুক্তিভিত্তিক সমাধান নিশ্চিত করা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পার হয়ে গেলেও নৃশংস হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো এখনো শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।