

শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান
নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান
*নূরাল পাগলা*- ছিলেন আলো ও নিরহংকারের মানুষ।
তিনি কারো কখনো ক্ষতি করেননি, বরং শূন্যের বাঁশির মতো তাঁর কণ্ঠে মানুষকে শোনাতো নীরব প্রার্থনার সুর।
তবুও — অমানবিকতা তাঁকে ছাড়েনি। মৃত্যুর পরও তাঁর দেহকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হলো—
এ এক নৃশংস দাহ, যেখানে মানুষ তার অন্ধ লোভ এবং ক্রোধের আগুনেই নিজেকে উন্মোচন করেছে।
সুতরাং, - নূরাল পাগলার আলো নিভে যায়নি। ছাই হয়ে যাওয়া তাঁর হাড় গুলো এই দুনিয়ার বাতাসে ভেসে গিয়ে অক্সিজেনের মতো মিশেই যেন থাকবে প্রতিটি মানুষের শ্বাসে। প্রতিটি শ্বাসে জ্বলে উঠবে এক অদৃশ্য ধিক্কার, যা মনে করিয়ে দেবে— মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার সত্য, তার আলো, কখনো নিভিয়ে দেওয়া যায় না।
নূরাল পাগলা আজ আত্মার দীপ্তি হয়ে ছড়িয়ে আছেন দিগন্তে, যেন নিঃশব্দ বজ্রপাত, যা ভেঙে দেয় অশুভের কপাট এবং খুলে দেয় আলোর দুয়ার।
যাইহোক, এ প্রেক্ষাপটে একটি প্রতিবাদী গান লিখেছেন গীতিকার নজরুল ইসলাম তোফা। গানটির শিরোনাম– ‘জিন্দা ওলীর কলব জিন্দা’। গানটি গাইবেন, কন্ঠশিল্পী- জুয়েল বাউল। প্রচার হবে- Tohfa Nobo TV -ইউটিউব চ্যানেলে। তোফা নব টিভি ইউটিউব চ্যানেলের লিংক–
https://youtube.com/@nazrulislamtohfa?si=wdDVVQZyk85i6m9l
এমন প্রতিবাদী গানের পুরো কথা নিম্নে দেওয়া হলো–
জিন্দা ওলীর কলব জিন্দা তাদের করো ভয়
কেউ দিওনা মাজার ভেঙে হস্ত শক্তির ঘায়।
পাপের ভারে ঘোর আধারে মানব জাতি রয়,
ব্যর্থ তারা কপাল পোড়া বেহেশত হারায়।
পরম শান্তির আবাস-ভূমি সারা মাজারময়,
ওলি উছিলায় আহার জোটে গরীব দুখী খায়।
দুনিয়ার লালসা ত্যাগে ওলির আশ্রয় পায়
কিছুই চাইনা তারা ভান্ডারী গান গায়।
হিংসা-দ্বেষের বীজ বুনে ভোগ-দখলের লড়াই
বিবেক বুদ্ধি নাশ করে-ধান্দাবাজের বড়াই।
ধর্মের নামে জালেমরা সব ক্ষতির কাজে রয়,
নিকৃষ্টজীব তারাই তো ভাই আল্লাহ নাহি সয়।