সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
আগামীকাল ৪ নভেম্বর ২০২৫ বেলা ১১ টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হকের নেতৃত্বে পার্টির পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
কমিশনের সাথে সাক্ষাৎকালে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে নেতৃবৃন্দ আলাপ করবেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া ও জামানতের টাকার পরিমাণ বৃদ্ধি করাসহ নির্বাচনের সামগ্রিক ব্যয়বৃদ্ধি প্রায় দ্বিগুণেরও বেশী করার প্রস্তাব থেকে সরে আসার এবং নির্বাচনী ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়েও কমিশনের সাথে প্রতিনিধিদলের নেতৃবৃন্দ কথা বলবেন।
গণপ্রতিনিধিত্ব আইনের সকল অগণতান্ত্রিক ধারা ও বিধি-বিধান সমূহ বাতিল করার কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও তাঁরা কথা বলবেন।
আসন্ন ত্রোয়দশ সংসদ নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার না করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার সম্পূর্ন বন্ধ করার সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নেয়ার বিষয়ে পার্টির প্রতিনিধিদলের সদস্যগ আলোকপাত করবেন এবং সেই সঙ্গে ঋণখেলাপী, কালোটাকার মালিক, দূর্নীতিবাজ ও ফৌজদারী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশ গ্রহণে অযোগ্য ঘোষণা করার ব্যাপারেও নেতৃবৃন্দ তাঁদের আলোচনায় গুরুত্বারোপ করবেন বলে ধারণা করা হচ্ছে।





জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক