রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
কাপ্তাই (রাঙ্গামাটি) রাঙ্গামাটি : জুরাছড়ির অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। রবিবার (১১ জানুয়ারী) বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জুরাছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ি গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এসব দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ মানুষ শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে ছিলেন। তাদের কষ্ট লাঘবে কাপ্তাই ব্যাটালিয়ন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ নিজে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,”সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি সব সময়ই মানবিক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।





রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা