বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে বরযাত্রার গাড়ি উল্টে প্রাণ গেছে ফাতেমা বেগম নামে এক নারীর। ৫৫ বছর বয়সী ফাতেমা সম্পর্কে কনের নানী। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ বরযাত্রী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার শান্তিরহাট থেকে বরযাত্রী নিয়ে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বৌভাতে যাচ্ছিল গাড়িটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়। চালক দরজা খুলে লাফ দিলেও গাড়ির ভেতরে বরের নানীসহ ১৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) প্রাণ হারান। কয়েকজন আহত হন। তাদের স্থানীয় বিএম হসপিটালে চিকিৎসা দেওয়া হয়।
বিএম হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিকাশ বলেন, দুপুর ৩টার আগে এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা ছিল ৪ জন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহটি নিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত