মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে বিলাইছড়ি বাজারে, সদর উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং বিলাইছড়ি বাজারে পথসভা করেন।
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন, আমরা জানতে পেরেছি আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবিসহ যৌথ বাহিনী মাঠে নামছেন। এটা ভাল দিক, ভোটারদের মনে সাহস আসবে।
তিনি ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
জুই চাকমা বলেন আমার যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত থাকবে। রাঙামাটি-২৯৯ আসনে জনগণ আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালে আমি যুব সমাজ তথা জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো।
এটা আমার প্রধান নির্বাচনী অঙ্গিকার এবং ভোটারদের কাছে প্রতিশ্রুতি।
আমি জানতে পেরেছি কিছু চিহ্নিত দুর্নীতিবাজ আমার নির্বাচন পরিচালনা কমিটি সদস্যকে আমার সাথে কাজ না করতে বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছে। তারা হয়তো বুঝে গেছে, তাদের আমল পুরিয়ে আসছে।
জুঁই চাকমা বলেন, বিলাইছড়ি উপজেলার সিমান্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাপনা ভাল না। বিলাইছড়ির ভোটারগণ কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে অথবা আমি নির্বাচিত হলে সবার আগে আমি বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে।
প্রাকৃতিক সম্পদে ভরা রাঙামাটি জেলা পিছিয়ে থাকার একমাত্র কারণ আমাদের মধ্যে ঐক্যতা নাই, কোন কাজের সমন্বয় নাই।
জেলার উন্নয়নের স্বার্থে এসব আর চলতে দেওয়া যায় না।
তিনি বলেন, আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি।
দেশ আমাদের একটি তাই উন্নয়ন নীতি একটি হওয়া উচিত,এখন থেকে রাঙামাটি জেলা বাসি তাদের প্রতি সকল ধরনের বৈষম্য প্রতিহত করবেন।
এক দেশে দুই- র্নীতি বন্ধের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর যুগ্ম আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির বিলাইছড়ি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ
কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু