শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ২৪ জানুয়ারি-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা প্রচারণার ৩য় দিনে লংগদু উপজেলার লংগদু-মাইনিমূখ বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসবা করেন।
এসময় তিনি বলেন, ভোটাররা এখনো উৎকণ্ঠায় আছে, আমি যেখানে যাচ্ছি ভোটাররা সবসময় আমাকে প্রশ্ন করছে যে তারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন কিনা।
আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি যে বিষয়টি দ্রুত যেন নিষ্পত্তি করা হয়।
মানুষ জানতে চায় এবং নিশ্চয়তা পেতে চায় তারা যেন তাদের ভোটটা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
জুঁই চাকমা বলেন, একটি অনিরাপদ পরিবেশে মানুষ নিশ্চয়ই ভোটকেন্দ্রে যাবেন না, এ কারণে তিনি গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরো বলেন, গণঅভ্যর্থনের পর মানুষ আশায় বুক বেঁধেছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
জুই চাকমা বলেন, আমরা লক্ষ্য করেছি ইদানিং একটি পক্ষ গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তা আমরা মনে করি যে এটা একটি ষড়যন্ত্র, তাই তিনি জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
নির্বাচনে পথসভায় জুঁই চাকমা বলেন, লংগদু উপজেলা অনেক বড় একটি উপজেলা, লংগদু উপজেলাকে জেলা ও ঘোষনার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার।
তিনি লংগদু কে রাঙামাটি জেলা শহরের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে আধুনিকায়নের উপরেও গুরুত্ব আরোপ করেন।
একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা বলেছেন ৮০% মুসলমানের দেশে কোন বিধর্মী জাতীয় সংসদে প্রতিনিধি থাকতে পারে না।
এ প্রসঙ্গে জুঁই চাকমা বলেন, রাঙামাটি জেলাবাসী তথা লংগদু উপজেলা বাসি ধর্মীয় বিভাজনে বিভক্ত নয়।
তিনি বলেন, আমার বিশ্বাস লংগদু উপজেলাবাসী আমাকে কোদাল মার্কায় ভোটদিয়ে তারা প্রমাণ করবেন যে তারা প্রগতিশীল ও সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
কাপ্তাইয়ে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা