বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
![]()
স্টাফ রিপোর্টার :: আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি-২০২৬ রাঙামাটি জেলার বরকল উপজেলার ছোট হরিণা বাজার ও ভুষণছড়া বাজার থেকে রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থীত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা তার নিজ উপজেলা থেকে নির্বাচনী ইশতেহার বিলি,গণসংযোগ ও পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
পথসভায় জুঁই চাকমা বলেন, আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধীতা করছি।
বছরের পর বছর ধরে আমাদের এই এলাকার লোক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে।
রাষ্ট্রের উন্নয়নে সুষম বন্টন কি জিনিষ এই এলাকার ভোটারা জানেন না।
তিনি বলেন, বিগত সরকারে সময়ে যারা রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করেছেন, উনাদের কাছে আমার প্রশ্ন- সিমান্ত এলাকার লোক বলে ছোট হরিণা-বড় হরিণার লোকজন কি দেশের নাগরিক না?
কেন এই এলাকার নাগরিকদের বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে?
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠালে সবার আগে আমি এই এলাকার নাগরিকদের প্রতি বছরের পর বছর ধরে যে বৈষম্য হয়ে আসছে তা আমি বন্ধ করার পদক্ষেপ নেব।
সংসদ সদস্য প্রার্থি জুঁই চাকমা বলেন, আমি এই এলাকার নারী আপনাদের হাতে সুযোগ এসেছে, ১২ ফেব্রুয়ারি নিজেদের নাগরিক অধিকার ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের সন্তানকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার।
বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে।
যুগ পাল্টে গেছে, নাগরিকরা অনেক সচেতন হয়ে গেছে।
নারী ও যুবদের উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে সাম্য ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি।
জুঁই চাকমা বলেন, আমি নির্বাচিত হলে ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে সকল সরকারি চাকুরী প্রদানের ব্যবস্থা গ্রহণ করব।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য জলমনি চাকমা, আবু বড়ুয়া (বন্ধু সংগঠন), মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, মো.মহিন উদ্দিন, মো. মেহেদী হাসান, মো. আব্দুর রশিদ, মো. আলমগীর, মো. ইউছুফ, অনন্ত চাকমা, আশ্রাফুল ইসলাম, স্বপন চাকমা, অরুনজিতা চাকমা ও জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





কাপ্তাইয়ে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
কাউখালীতে ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ০৩টি ঝুঁকি পুর্ন
সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার