মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ সরকারী করণে এমপি ও মেয়র’এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ সরকারী করণে এমপি ও মেয়র’এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন
মাটিরাঙ্গা প্রতিনিধি:: (২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) সাম্প্রতিক সময়ে পার্বত্য খাগড়াছড়ি জেলার সরকার কর্তৃক মাটিরাঙ্গা ডিগ্রি কলেজকে সরকারী প্রতিষ্ঠানে উন্নীতের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ৷ সরকারের এমন যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাটিরাঙ্গা এলাকাবাসী,শিক্ষক ও কলেজ কর্মচারীবৃন্দসহ শিক্ষা সচেতন মহলের ব্যক্তিবর্গরা৷
দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টা-অভিভাবক ও এলাকাবাসীর আহবানে যোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে কলেজ পরিচালনায় সভাপতির দায়িত্বভার গ্রহন করেন- বিশিষ্ট শিক্ষানুরাগী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হক৷
এলাকাবাসী ও কলেজ সুত্রে জানা গেছে,কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহনের পর মো: শামছুল হকের বলিষ্ট পদক্ষেপ গ্রহন আর শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে গতিশীল যোগাযোগ অব্যাহত রাখার ফলেই মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ সরকারীকরণ সম্ভব হয়েছে৷
মাটিরাঙ্গাবাসী ও কলেজ সুত্র-খাগড়াছড়ি আসনের বর্তমান সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতির সমন্বয় ও সরকারীকরণে খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি কুজেন্দ্র লাল’এর ডিও লেটার প্রদানসহ সরকারের উচ্চ পর্যায়ের সাথে সমন্বয় সাধনের ফলেই কলেজটির আজ সরকারী করণ সম্ভব হয়েছে৷ এ সময় মাটিরাঙ্গা বাসী মাটিরাঙ্গা কলেজ সরকারী করণে অবদান রাখায় খাগড়াছড়ির এমপি,কুজেন্দ্র লাল ত্রিপুরা ও মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পৗর মেয়র মো: শামছুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা