বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাবিপ্রবি’তে ফরমের মূল্য কমাতে শিক্ষার্থীদের ৯৬ ঘন্টার আল্টিমেটাম
শাবিপ্রবি’তে ফরমের মূল্য কমাতে শিক্ষার্থীদের ৯৬ ঘন্টার আল্টিমেটাম
সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ বর্ধিত ভর্তি ফরমের মূল্য কমাতে প্রশাসনকে ৯৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এই ৯৬ বর্ধিত ভর্তি ফরমের মূল্য না কমালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। ১২ অক্টোবর বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদস্যরা।
লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র সরোয়ার তুষার বলেন, শাবিপ্রবিতে ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যেখানে গত বছর ছিলো ৭৫০-৯০০ টাকা, ২০০৮-০৯ সেশনে ছিলো ৩০০-৩৫০ টাকা। মাত্র কয়েকবছরের ব্যবধানে তা চারগুন বাড়ানো হয়েছে, শুধুমাত্র গত বছরের তুলনায় এবার ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে ৩৩.৩৩ শতাংশ। এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পিছনে যুক্তি দেখানো হয়েছে মুদ্রাস্ফীতি ও আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য নাকি অনেক কম। আমরাও বুঝি খুব যৌক্তিক কোনো কারণে দাম বৃদ্ধি হয়নি, ফরমের দাম বেড়েছে সংশ্লিষ্টদের পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে। ১৬ অক্টোবর থেকে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হলেও অভিভাবকদের প্রতি প্রথম থেকে ভর্তি আবেদন ফরম না তোলে কয়েকদিন অপেক্ষা করার আহ্বান জানান এই মঞ্চের অন্যতম সদস্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ। এসময় প্রশাসনকে ১৬ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। তা না হলে গণতান্ত্রিক ভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ দুর্নিবার আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয় এ মঞ্চ থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সরোয়ার তুষার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা