বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিতে সর্বাত্মত ভাবে হারতাল পালিত (ভিডিওসহ)
বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিতে সর্বাত্মত ভাবে হারতাল পালিত (ভিডিওসহ)
ষ্টাফ রিপোর্টার ::(২৮ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধনী- ২০১৬ অবিলম্বে বাতিল এবং বান্দরবানের বাঙালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে ৪৮ ঘণ্টা হরতাল ডাক দিয়েছিলো পার্বত্য অঞ্চলের ৫ বাঙালী সংগঠন।
আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা এবং ১৬ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় আঞ্চলিক বাঙলী সংগঠন গুলি ।
পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন- ২০০১ ও তার সংশোধনী আইন-২০১৬ তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আজ পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রাঙামাটিতে সর্বাত্মত ভাবে হারতাল পালিত হয়।

সরকার গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস করায় পাঁচ বাঙ্গালী সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আগামী ১৬ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতাল পালনের কর্মসূচি রয়েছে ।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি