বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » মেরিন একাডেমিতে নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
মেরিন একাডেমিতে নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি ::(১০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, মেরিন একাডেমিতে পুরুষের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালীগঞ্জ উলুখোলা এলাকার ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রি-সি ক্যাডেটদের ৬ষ্ঠ ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মেরিটাইম একাডেমির নাবিকরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ক্যাডেটদের প্রতি আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষা ও উন্নয়নকাজে তারা এখন আর পিছিয়ে নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রতিষ্ঠানের কমান্ডেন্ট ক্যাপটেন জাকি আহাদ। অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে মনোজ্ঞ পাসিং আউট ও কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত এ প্রতিষ্ঠান হতে এ বছর ৭৫ জন ক্যাডেট নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠানে সার্বিক কৃতিত্বের জন্য ক্যাডেট মিনহাজ উদ্দিন আহমেদ চৌধুরীকে স্বর্ণ পদক ও অপর দুই ক্যাডেটকে রৌপ্য পদক প্রদান করা হয়। পরে মন্ত্রী ফিতা কেটে মেরিটাইম একাডেমির ওয়ার্কশপ উদ্বোধন করেন।





গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন