শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করতে হবে : বৃষকেতু চাকমা
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করতে হবে : বৃষকেতু চাকমা
ষ্টাফ রিপের্টার :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেন, দেশে উদ্বেগ জনক হারে জঙ্গি কর্মকান্ড ঘটছে। দেশের মানুষ এখন কোথাও নিরাপদ নয়। এ আতঙ্ক পাহাড়েও বিরাজ করছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানেও জঙ্গিবাদ ও সন্ত্রসীদের প্রতিহত করার জন্য এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা ছড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে। তিনি আগামী প্রজন্মকে জঙ্গি কর্মকান্ড থেকে বিরত থেকে সরকারের উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান।
২৫মার্চ শনিবার সকালে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন নির্মলেন্দু চৌধূরী মেমোরিয়্যাল ফাউন্ডেশন কর্তৃক বিদ্যালয় হতে ২০১৬ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ২৭জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত ২জন কৃতি শিক্ষার্থী এবং অন্য বিদ্যালয় হতে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া পিইসিই পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১জন মোট ৩০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।
নির্মলেন্দু চৌধূরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, গেষ্ট অব অনার হিসেবে দৈনিক গিরির্দপন প্রতিষ্ঠাতা সম্পাদক একেএম মকছুদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও অন্যান্য অতিথিরা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন