বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মটর সাইকেল চালকদের মাঝে ইউনিফর্ম বিতরণ
আলীকদমে মটর সাইকেল চালকদের মাঝে ইউনিফর্ম বিতরণ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৯ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) বান্দরবানের আলীকদম ভাড়ায় চালিত মটর সাইকেল চালকদের ইউনিফর্ম বিতরণ করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. সারোয়ার হোসেন, পিএসসি। ১২ এপ্রিল বুধবার সকাল এগারটায় আলীকদম সেনা জোনের এই ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় আলীকদম মটর সাইকেল চালক সমিতির ৩৫ জন সদস্যের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করা হয়।
প্রধান অতিথি লে. কর্ণেল সারোয়ার হোসেন বলেন পার্বত্য চট্টগ্রামে এখনো পরিস্থিতি স্থিতিশীল হয় নাই। যার কারণে জীবিকার তাগিদে যারা তাগিদে যারা মটর সাইকেল চালিয়ে পরিবারের লোকজনদের ভরণ পোষন করছে তাদের ছদ্মবেশে মটর সাইকেল নিয়ে সন্ত্রাসীরা তাদের অনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারে। কিন্তু তারা যাতে এই সব মটর সাইকেল ব্যবহার করে এসব অনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে না পারে তার দিকে সমিতির সদস্যদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, বিগত দিনে অপহরণ বা খুনের মত জঘন্য ঘটনা ঘটেছে তার অধিকাংশ ঘটনায়ই মটর সাইকেলের ব্যবহার দেখা গেছে। এছাড়াও তিনি লাইসেন্স বিহীন অবৈধ মটর সাইকেল ব্যাবহারের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন।