বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পৃথক দু’টি স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক-যুবতী নিহত
পৃথক দু’টি স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক-যুবতী নিহত

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::গাজীপুরের টঙ্গী নিমতলী এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক (৩৫) নিহত হয়েছেন ৷ অপরদিকে গাজীপুরের শ্রীপুর এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবতী (৩০) আত্মহত্যা করেছেন ৷ নিহত যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি ৷
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টঙ্গী নিমতলী থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷ অপরদিকে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে এ ঘটনা ঘটে ৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, টঙ্গীর নিমতলী এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় সকাল ৮টার দিকে ওই যুবক সিলেটগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে ৷ এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ তার মাথায় জখম ও ডান হাতটি ভাঙ্গা অবস্থায় ছিল ৷ পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ৷ নিহতের পরনে ক্রিম রংয়ের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও লাল-সবুজ রংয়ের টি-শার্ট ছিল ৷ তাত্ক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি ৷
অপরদিকে গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবতী (৩০) আত্মহত্যা করেছেন ৷ নিহত যুবতীর পরিচয় জানা যায়নি ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যা করেন ৷ তিনি রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাটি করছিলেন ৷ ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি হঠাত্ করে ট্রেনের নিচে ঝাঁপ দেন৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷ তাত্ক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি ৷
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে ৷আপলোড : ১২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২২ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর