শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে সাপের কামড়ে দিন মজুরের মৃত্যু
রাঙ্গুনিয়াতে সাপের কামড়ে দিন মজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট শুক্রবার ভোরে পদুয়া থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিকেলে তার লাশ দাহ করা হয়েছে। পদুয়া ইউনিয়নের খুরুশিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবছার বলেন, পদুয়ার পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া গ্রামের মাদব দে’র পুত্র উজ্জল দে প্রকাশ কালু প্রতিদিনের মতো বৃহষ্পতিবার দিনগত রাত ১১ টায় ট্রাক্টর নিয়ে জমি চাষ দিতে যায়। চাষাবাদের প্রাথমিক পর্যায়ে বিলে নামলে একটি বিষাক্ত সাপ রাতের আঁধারে তার পায়ে ছোবল মারে। অন্ধকারে সাপের কামড়ের বিষয়টি কালু বুঝতে পারেনি। কাজ শেষে বাড়ি ফেরার পর শুক্রবার ভোররাতে তার পায়ে তীব্র যন্ত্রনা করলে স্বজনরা স্থানীয় চিকিৎসকের স্বরনাপন্ন হন। পরে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।





মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন