মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সরাসরি যান চলাচল শুরু
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সরাসরি যান চলাচল শুরু

ষ্টাফ রিপোর্টার :: পাহাড় ধসের ৬৯ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সরাসরি মাঝারি ধরনের যান চলাচল শুরু হয়েছে। ২১ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উদ্বোধনের পর মাঝারি যান চলাচল শুরু হয়। সেতুটি উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন। রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবান সড়কে এখন ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
সড়কগুলোর বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সড়কগুলোর স্বাভাবিক করতে আরও সময় লাগবে জানিয়েছেন সওজের নির্বাহী প্রকৌশলী।
উল্লেখ্য গত ১৩ জুন পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে ধসে যাওয়ায় দুই সপ্তাহ অধিক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সে সময় মাটিচাপায় মারা যায় ১২০ জন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখনো ৩টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন