বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজ সংবাদ
নিখোঁজ সংবাদ
ষ্টাফ রিপোর্টার :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৫মি.) রাঙামাটি সদর হাসপাতাল এলাকার মো. সিদ্দিক হওলাদার এর বড় ছেলে মো. খায়রুল হওলাদার (১৭) গত ৩০ ডিসেম্বর ২০১৭ ইংরেজি তারিখ তাদের নিজেদের বাসা হইতে শহরের বনরুপা ভাপা পিঠা তৈরীর জন্য চাউলের গুড়ি করাতে মিলের উদ্দেশ্যে যায়। কিন্তু ৫ দিন অতিবাহিত হওয়ার পরও মো. খায়রুল হওলাদার বাসায় ফিরে আসে নাই। তার পিতা মো. সিদ্দিক হওলাদার জানায়, আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করিয়া কোথাও পাইনি। হঠাৎ ১ জানুয়ারি ২০১৮ সকাল ১০.০০টার দিকে অজ্ঞাত নামা জনৈক আলমগির ব্যাক্তি মুঠোফোন নং:০১৮৪৫৪০৫৭২৯ থেকে মো. খায়রুল হওলাদার মামার ০১৯২৫৮১৪১৪১ ফোন করে বলেন, যে চট্টগ্রামের কর্নফুলি মাছের জাহাজের ঘাট এই ঠিকানায়, নিখোঁজ মো. খায়রুল হওলাদার তাদের কাছে আছে। সেই সূত্র ধরে খায়রুল এর পিতা চট্টগ্রামের কর্নফুলিতে স্বাক্ষাত করেন।
চট্টগ্রামের কর্নফুলির সেই ব্যাক্তি মো. খায়রুল হওলাদার পিতাকে জানায়, খায়রুল রাঙামাটি চলে গেছে।কিন্তু মো. খায়রুল হওলাদার তাদের বাসায় রাঙামাটিতে আসে নাই।
১ জানুয়ারি রাত দেড়টার দিকে মুঠোফোন নং:০১৮৮৩০৭২৭৪৮ থেকে ফোন আসে তখন আপরপ্রান্ত থেকে নিখোঁজ মো. খায়রুল হওলাদার পিতা মো. সিদ্দিক হওলাদারকে বলেন, যে খায়রুল চাঁদপুরে আছে। আমি খায়রুলকে চাঁদপুর থেকে রাঙামাটি পাঠাইয়া দিতেছি। অদ্য ৩ জানুয়ারি বিকাল ৩টা ২৫মি. পর্যন্ত নিখোঁজ মো. খায়রুল হওলাদার তাদের বাসায় ফিরে আসেনি এবং তার কোন ধরনের সন্ধ্যান পাওয়া যায়নি। তার পিতা-মাতা তাদের বড় ছেলে নিখোঁজ মো. খায়রুল হওলাদারকে ফিরে পেতে রাঙামাটি কোতয়ালি থানায় সাধারন ডায়েরি করেছে, কোতয়ালি থানার জিডি নং:৫৫ তারিখ ১ জানুয়ারি ২০১৮ ইংরেজি।
কোন স্বহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে নিখোঁজ মো. খায়রুল হওলাদারের পিতার মুটোফোন নং: ০১৫৩১১০৫১৮২ জানাতে অনুরোধ করা হয়েছে।





অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর